সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসায় দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সাইফুল হক
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসায় দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য মাত্রায় কমে আসায় দেশে জ্বালানি তেলের অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে অবিলম্বে সরকারের ভুল সিদ্ধান্ত সংশোধন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন সরকারের স্বেচ্ছাচারী গণবিরোধী এই সিদ্ধান্তের জন্য ইতিমধ্যে দেশবাসীকে অনেক মাশুল দিতে হয়েছে।তিনি বলেন,ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ৭৩ ডলারে নেমে এসেছে। আগামী এক/দুই মাসের এই মূল্য ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন,এখন মন্ত্রীদের ঘোষণা ও ওয়াদা অনুযায়ী অনতিবিলম্বে ডিজেল ও কেরোসিনসহ জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা দরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই ভাবে কমতে থাকলে দেশেও জ্বালানি তেলের দাম অনেকটা কমিয়ে আনার সুযোগ রয়েছে।
একইসাথে তিনি তেলের এই মূল্য কমিয়ে আসার প্রেক্ষিতে বর্ধিত বাসভাড়াসহ গণপরিবহনে চালু করা জবরদস্তিমূলক ভাড়া প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রতি পুনরায় সমর্থন জানিয়ে ব্যক্তি মালিকানাধীন বাসসহ গণপরিবহনেও দ্রুত ছাত্র ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকরী করার আহবান জানান।
আজ সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সম্পাদকমন্ডলীর সদস্য কামরুজ্জামান ফিরোজ, মো. রিয়েল ও মো. সালাউদ্দিন প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।