মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলা ভাষার অগ্রণী কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এই দেশের কথা সাহিত্যকে তিনি নতুন মাত্রায় উন্নীত করেছেন। ছোট গল্পে তিনি অনন্য ভুমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি বলেন , হাসান আজিজুল হক ছিলেন দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ, বিশেষ করে মেহনতি মানুষের প্রতি তিনি ছিলেন অংগিকারাবদ্ধ। জীবনের এক বড় সময় তিনি দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। শিক্ষাবিদ হিসাবেও তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন।এই দার্শনিক - সাহিত্যিকের প্রয়াণে যে শুণ্যতা তৈরী হল তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।