মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ভাড়া নিয়ে গণপরিবহনে খামখেয়ালি ও জবরদস্তি চলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ভাড়া নিয়ে গণপরিবহনে খামখেয়ালি ও জবরদস্তি চলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া নিয়ে গণপরিবহনে যে নৈরাজ্য চলছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং বলেছেন এই নৈরাজ্যিক পরিস্থিতি সামাল দেওয়ার কেউ নেই।গণপরিবহনের লক্ষ লক্ষ যাত্রীদেরকে পরিবহনের মালিকসহ সংশ্লিষ্টদের খামখেয়ালী ও জবরদস্তির উপর ছেড়ে দেয়া হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তুলনায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে বেশী। তিনি বলেন বর্ধিত যে ভাড়া নির্ধারণ করা হয়েছে গণপরিবহনে অধিকাংশ ক্ষেত্রেই তার চেয়ে বেশী ভাড়া আদায় করা হচ্ছে। এই ব্যাপারে বি আর টি এ,মালিক সমিতিসহ কোন প্রতিষ্ঠানেরই কার্যকরি কোন ভূমিকা নেই।কোন কোন ক্ষেত্রে দেখা যায় হাতে লিখেই ভাড়ার চার্ট রাখা হয়েছে। ড্রাইভার আর কন্ডাকটরেরা মালিকের বেঁধে দেয়া ট্রিপের টাকা আদায় করতে জোরজবরদস্তির আশ্রয় নেয়।
তিনি বলেন,গোটা পরিস্থিতিতে গণপরিবহনের যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। এই এবস্থা অসহনীয় - অমার্জনীয়; আমসমরার উপর খাড়ার ঘা এর মত।
তিনি অনতিবিলম্বে ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণদুর্ভোগ সৃষ্টিকারি সিদ্ধান্ত ও গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।